New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রুটিন চেকআপের জন্য গতকাল তাকে ভর্তি করা হয়। অ্যাপোলো হাসপাতালের ডিরেক্টর অফ মেডিক্যাল সার্ভিসেস আর ভেঙ্কটসালাম জানিয়েছেন, তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী থিরু এম কে স্ট্যালিনকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল গতকাল। রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
Tamil Nadu CM MK Stalin got discharged from a private hospital in Chennai. He was admitted yesterday for a routine check-up.
— ANI (@ANI) July 4, 2023
(File pic) pic.twitter.com/6gJwWCinI8
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us