/anm-bengali/media/media_files/S2AcbSAftnhmwORed9ww.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ু ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এসসি/এসটি শাখার রাজ্য কোষাধ্যক্ষকে হত্যার ঘটনায় ৯ জন অভিযুক্ত আদালতে আত্মসমর্পণ করেছে। গত ২৭ এপ্রিল রাতে বিবিজিটি শংকরকে হত্যা করে একদল দুর্বৃত্ত। শংকর চেন্নাই থেকে ফিরছিলেন যখন ঘটনাটি ঘটে। অভিযুক্তরা তার গাড়ি লক্ষ্য করে একটি দেশীয় বোমা নিক্ষেপ করেছিল বলে অভিযোগ। শংকর নিজেকে বাঁচাতে গাড়ি থেকে নামলে তাকে ধাওয়া করে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই এই ঘটনায় শোকপ্রকাশ করে বলেছেন, 'এটি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আরেকটি লক্ষণ।' তিনি বলেন, 'যথাযথ তদন্ত না হলে এবং দোষীদের অবিলম্বে ধরা না পড়লে দল রাজ্যজুড়ে বিক্ষোভ করবে।' পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ভালারপুরম গ্রাম পঞ্চায়েতের সভাপতি বিবিজিটি শংকর একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, কিছু অজ্ঞাত পরিচয় হামলাকারী গাড়িটি লক্ষ্য করে দেশীয় বোমা নিক্ষেপ করে। শংকর পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে এবং হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। শংকরের নামে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Tamil Nadu | Nine people have surrendered in Egmore Metropolitan Magistrate's Court, in connection with BJP functionary PPG Shankar's murder, say police officials.
— ANI (@ANI) April 28, 2023
Vallarpuram village panchayat leader and BJP SC/ST Wing state treasurer, PPG Shankar was hacked to death by a mob… pic.twitter.com/9WsKdXfn75
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us