পাঁচ রাজ্যেই গেরুয়া ঝড়? আত্মবিশ্বাসী নেতা

মধ্যপ্রদেশের ২৩০টি আসনে নির্বাচন হবে। রাজস্থানের ২০০টি, তেলেঙ্গানার ১১৯টি, ছত্তিশগড়ের ৯০টি এবং মিজোরামের ৪০টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
bjp anna.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে এবার সুর চড়ালেন তামিলনাড়ুবিজেপিরসভাপতিকেআন্নামালাই (K Annamalai)। তিনি আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েবলেছেন, "আমাদেরজাতীয়সভাপতিজেপিনাড্ডাগতকালএকটিসাক্ষাত্কারেবলেছিলেনযেআমরারাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়জিতছি।এনডিএমিজোরামেক্ষমতায়ফিরেআসবেএবংবিজেপিতেলেঙ্গানায়একটিনির্ণায়কশক্তিতৈরি হবে।তাইআমাদেরজাতীয়সভাপতিবলেছেনএবংএটাইবাস্তবতা।পাঁচটিরাজ্যেরমানুষআমাদেরসমস্তপ্রার্থীকেআশীর্বাদকরবেন।“