নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ভারতে ফেরানো হয়েছে ২৬/১১ হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে। আর এবার এই প্রসঙ্গে বড় মন্তব্য করলেন, জম্মু-কাশ্মীরের প্রাক্তন ডিজিপি এসপি বৈদ। তিনি বলেন, ''তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করা ভারত সরকারের ও বিভিন্ন তদন্তকারী সংস্থাগুলির একটি বড় সাফল্য।"
/anm-bengali/media/media_files/mgNo8eaUoGQnUOoqTJcb.jpg)
এরপর তিনি বলেন, “পাকিস্তানের আইএসআই-এর নির্দেশেই এই হামলা চালানো হয়েছিল, এই হামলায় ১৬৬ জন মানুষ নিহত হন। রানার ভূমিকা তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে। তিনি ডেভিড হেডলির সাহায্যে মুম্বইয়ে একটি এজেন্সি খুলেছিলেন। এই তদন্তে হাফিজ সাঈদ ও লাকভির মতো লোকেদের এই হামলায় কি ভূমিকা ছিল তা পরিষ্কার হবে।''