নিজস্ব সংবাদদাতা: ২৬/১১ মুম্বাই হামলার অভিযুক্ত তাহাব্বুর রানাকে পাতিয়ালা হাউস আদালতে তোলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রত্যর্পণের পর আজ তিনি ভারতে পৌঁছেছেন।
তারপরেই তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই সামনে এসেছে ভিডিও। দেখুন ভিডিও-
#WATCH | Delhi: 26/11 Mumbai attacks accused Tahawwur Rana brought to Patiala House Court. He arrived today in India, following extradition by the US. pic.twitter.com/dsUyatgsxo