ঠিক কাজ করছেন প্রধানমন্ত্রী ! এবার ওয়াকফ আইনকে সমর্থন জানালেন সৈয়দ নাসেরুদ্দিন চিশতি

ওয়াকফ আইন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন জানালেন, অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানশিন কাউন্সিলের চেয়ারম্যান, সৈয়দ নাসেরুদ্দিন চিশতি।

author-image
Debjit Biswas
New Update
Narendra Modi

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ওয়াকফ আইনকে কেন্দ্র করে সংগঠিত হওয়া বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির ফলে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। এই ঘটনাগুলির ফলে ব্যাপক চাপে ছিল বিজেপি। কিন্তু এবার এই ওয়াকফ আইনের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্পূর্ণ সমর্থন জানালেন, অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানশিন কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ নাসেরুদ্দিন চিশতি। তিনি বলেন,“আজ প্রধানমন্ত্রী যা বলেছেন, তাতে  তাঁর অভিপ্রায় একেবারেই স্পষ্ট হয়ে গিয়েছে। তিনি বলেছেন যে, এই ওয়াক্ফ আইনকে সংশোধন করা হচ্ছে যাতে ওয়াক্ফ সম্পত্তি, ওয়াকফ তহবিল এবং ওয়াকফের ব্যবস্থাপনার সঠিক ব্যবহার করা হয় এবং যাতে গরিব মুসলিমদের উন্নয়নের জন্য তা কাজে লাগে। এই বিষয়ে আমি ওনার সাথে একমত।”

NASERUDDIN CHISTI

তিনি আরও বলেন, “সরকারের উদ্দেশ্য এখন স্পষ্ট। আমি আশাবাদী, এই নতুন আইনের মাধ্যমে ওয়াক্ফ তহবিল সঠিকভাবে ব্যবহৃত হবে এবং তা সমাজের কল্যাণে কাজে আসবে।”