বন্ধের মুখে সুইগি-জোম্যাটোর ডেলিভারি সার্ভিস?

জোম্যাটো-সুইগি প্রতিদিনের সঙ্গী। বাড়ির খাবার পছন্দ না হলে সহজেই অনলাইন বুকে ঘরে বসে পাওয়া যায় পছন্দের খাবার. অনেকেই এই দুটি খাবার ডেলিভারি অ্যাপের নির্ভরশীল। এবার সামনে এল খারাপ খবর।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : ঘরে বসে পছন্দের স্ন্যাকস কিংবা লাঞ্চ-ডিনার পেতে হলে ভরসা সুইগি-জোম্যাটো। কিন্তু বন্ধ হচ্ছে অনলাইন ডেলিভারি সংস্থাগুলির সার্ভিস। ফুড লাভাররা কেউ কেউ ভাবছেন, তবে আর কি আর মিলবে না পিজ্জা, বার্গার, কোক! চাইনিজ, মোগলাই-কিছুই আর পাওয়া যাবে না? বন্ধুরা মিলে আড্ডা হোক কিংবা ঘরোয়া কোনো অনুষ্ঠান ভরসা অনলাইন সার্ভিস। সবসময় রেস্টুরেন্টে যাওয়ার সময় থাকে না। তবে সুইগি-জোম্যাটোর সার্ভিস বন্ধ হচ্ছে শুধুমাত্র রাজধানীতে। আসন্ন জি-২০ সম্মেলনের জন্য আগামী ৮-১০ সেপ্টেম্বর ঘরে বসে পাওয়া যাবে না অনলাইনে অর্ডার করা পছন্দের খাবার।

THE 10 BEST Takeaway and Food Delivery in KINGSBURY 2023 - Restaurants Near  Me | Uber Eats
আগামী ৯-১০ সেপ্টেম্বর  প্রগতি ময়দানে নবনির্মিত আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্র, ভারত মন্ডপমে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ সম্মেলন।  হইপ্রোফাইল এই সম্মেলনে আগত রাষ্ট্র নেতাদের নিরাপত্তা-সুরক্ষার কথা ভেবে যেমন যান চলাচল করা হবে তেমনই নিয়ন্ত্রিত হবে ফ্লিপকার্ট-অ্যামাজনের ডেলিভারি সার্ভিসও। তবে ওষুধ ও জরুরীকালীন সামগ্রীর ক্ষেত্রে ডেলিভারি সার্ভিসে ছাড় দেওয়া হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।ল্যাব রিপোর্ট এবং নমুনা সংগ্রহ সহ অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রীর ক্ষেত্রেও পাওয়া যাবে হোম ডেলিভারির সুবিধা।