নিজস্ব সংবাদদাতা: আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল মুখ্যমন্ত্রীর নিজস্ব সহযোগীর হাতে যেভাবে লাঞ্ছিত হয়েছেন, সেই ঘটনার প্রতিবাদে আজ পথে নেমেছে বিজেপি। এদিন সেই ঘটনায় দিল্লি বিজেপির সভাপতি, বীরেন্দ্র সচদেবা বলেন, "দিল্লির বোনেরা এখানে এসেছেন অন্য বোনের সম্মানের জন্য লড়াই করতে। স্বাতী মালিওয়াল, ডিসিডব্লিউ-এর প্রাক্তন চেয়ারপার্সন যিনি ক্রমাগত কথা বলেছেন মহিলাদের নিরাপত্তা নিয়ে, তিনি নিজেই আজ নিরাপদ নন, তাও মুখ্যমন্ত্রীর বাসভবনে। তাহলে স্পষ্ট বুঝতে পারছেন দিল্লির পরিস্থিতি ঠিক কি! কিন্তু এই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী নীরব। তাঁর বাড়িতে যা ঘটল তার পিছনে বড় ষড়যন্ত্র আছে। যদি পুলিশ তদন্ত করে, তাহলে বড় তথ্য বেরিয়ে আসবে”।
![Swati Maliwal](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/zDfPl2tKGYk2BJrv37T6.jpg)
![arvind kejriwall1.jpg](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/jA8Sf1m9acJ2NT2qrmUo.jpg)
![Add 1](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)