/anm-bengali/media/media_files/2024/11/21/ZLWSjtTX7VCX7xWbH14m.jpeg)
নিজস্ব সংবাদদাতা: তথাগত রায় এবার বিজেপির সঙ্গে ব্যাঙ্গাত্মক ক্ষেত্রেই স্বামী বিবেকানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন, শ্যামাপ্রসাদের নাম জড়ালেন।
/anm-bengali/media/media_files/NmhFwQ58BGLuboYBfoze.png)
তিনি বলেছেন, "একটা কথা বোঝা দরকার। স্বামী বিবেকানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন বা শ্যামাপ্রসাদ তো স্বর্গ থেকে নেমে পশ্চিমবঙ্গ বিজেপির হাল ধরতে আসবেন না ! যাঁরা বর্তমানে নেতৃত্বের কাছাকাছি আছেন তাঁদের মধ্যেই দোষগুণ মিলিয়ে যিনি যোগ্যতম তাঁকেই দলের হাল ধরতে হবে। সেই যোগ্যতমের নাম, আমার নিবেদনে শুভেন্দু অধিকারী। কেন ? প্রথম, শুভেন্দু স্বয়ং মমতাকে হারিয়েছেন। ফলে মমতা কম্পার্টমেন্টাল পরীক্ষা দিয়ে মুখ্যমন্ত্রী হতে বাধ্য হয়েছেন। দ্বিতীয়, শুভেন্দুর রাজনৈতিক অভিজ্ঞতা সুকান্ত এবং দিলীপের চাইতে অনেক দীর্ঘ। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলন দিয়ে তাঁর হাতেখড়ি। তৃতীয়, শুভেন্দু যেরকম স্পষ্ট ভাষায় মমতাকে চোর বলেন, হিন্দু একীকরণের কথা বলেন, এবং রাজ্য চষে বেড়ান, সেরকম অন্য কেউই পারেন না বা করেন না। সংস্কারের উপর একজন খুব জোর দিয়েছেন। সংস্কার ঠিকই আছে, কিন্তু ব্যবহারিক রাজনীতিতে এর স্থান সীমিত। সুতরাং, দোষগুণ বিচার করে পশ্চিমবঙ্গ বিজেপিকে নেতৃত্ব দেবার জন্য যোগ্যতর আর কেউ নেই। শেষে একটা কথা। যদি কুনাল বা তৃণমূলের অন্য কোন মাল কোন একজন বিজেপি নেতার হয়ে ওকালতি করে, তবে বুঝতে হবে, ডালমে কুছ কালা হ্যায়।"
একটা কথা বোঝা দরকার। স্বামী বিবেকানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন বা শ্যামাপ্রসাদ তো স্বর্গ থেকে নেমে পশ্চিমবঙ্গ বিজেপির হাল ধরতে আসবেন না ! যাঁরা বর্তমানে নেতৃত্বের কাছাকাছি আছেন তাঁদের মধ্যেই দোষগুণ মিলিয়ে যিনি যোগ্যতম তাঁকেই দলের হাল ধরতে হবে। সেই যোগ্যতমের নাম, আমার নিবেদনে…
— Tathagata Roy (@tathagata2) November 20, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us