সাংসদ হানার মাস্টারমাইন্ডের সঙ্গে TMC যোগ! এবার বিস্ফোরক শুভেন্দু

সংসদের ধোঁয়ার ঘটনার মূল পরিকল্পনাকারী ললিত ঝা দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

author-image
SWETA MITRA
New Update
shuvendu lalit.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সংসদে স্মোককাণ্ডকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে। এদিকে এই ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে বাংলারও। এই ঘটনার মূল অভিযুক্ত হল ললিত ঝাঁ। যদিও এই ঘটনা এখন যেন তৃণমূলের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে এই ললিত ঝাঁ-এর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই নিয়েই এবার সরব হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অদিকারী। তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘মমতাবন্দ্যোপাধ্যায়সফলভাবেপশ্চিমবঙ্গেএকটিইকোসিস্টেমতৈরিকরেছেনযাশহুরেনকশালদেরলালন-পালনকরে, টুকরে টুকরেগ্যাংকেউত্সাহিতকরে, অবৈধঅভিবাসীএবংঅনুপ্রবেশকারীদেরনিরাপদপথসরবরাহকরেএবংডকুমেন্টেশনতৈরিতেসহায়তাকরেতাদেরথাকারসুবিধাদেয়।দুর্ভাগ্যবশত, রাজ্যটিদেশবিরোধীকার্যকলাপেরকেন্দ্রবিন্দুতেপরিণতহয়েছেএবংযারাদেশবিরোধীস্বার্থপোষণকরেতাদেরজন্যএকটিঅভয়ারণ্যপ্রজননক্ষেত্রহয়েউঠেছে।‘