বন্দে মাতরম ছিল ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের ঐক্যের মন্ত্র ! গানের ইতিহাস ব্যাখ্যা করলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব

কি ব্যাখ্যা করলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব ?

author-image
Debjit Biswas
New Update
susmitadevq1.jpg

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'বন্দে মাতরম' সংক্রান্ত বক্তব্যের প্রেক্ষিতে আজ এই গানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। তিনি জোর দিয়ে বলেছেন যে, এই সঙ্গীতটি লেখা হয়েছিল দেশের ঐক্য প্রতিষ্ঠা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে শক্তি জোগানোর জন্যই।

সুস্মিতা দেব স্পষ্ট করে বলেন যে, 'বন্দে মাতরম'-এর ইতিহাস কোনো বিভাজনের নয়, বরং তা দেশের স্বাধীনতা সংগ্রামের সময় সমগ্র জাতিকে এক মঞ্চে নিয়ে আসার উদ্দেশ্যে রচিত হয়েছিল।

modi

তিনি বলেন,"'বন্দে মাতরম'-এর ইতিহাস হলো এই যে, এটি দেশের ঐক্যের জন্য এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগানোর জন্য লেখা ও গাওয়া হয়েছিল। সংগ্রাম চলাকালীন সকলকে ঐক্যবদ্ধ করাই ছিল এর উদ্দেশ্য।"