নজরে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী ! কি বললেন ওড়িশার মন্ত্রী সূর্যবংশী সুরজ ?

কি বললেন সূর্যবংশী সুরজ ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : ভারতের 'লৌহ মানব' সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য এবার বেশকিছু বড়মাপের পরিকল্পনা করতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর আজ সেই বিষয়েই মুখ খুললেন ওড়িশার মন্ত্রী সূর্যবংশী সুরজ। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে, 'আত্মনির্ভর ভারত'-এর বার্তা প্রচারের মাধ্যমে এই বিশেষ দিনটি 'বিশালভাবে' পালন করা হবে। 

তিনি বলেন, "এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল সর্দার প্যাটেলের আদর্শ, স্বদেশী এবং আত্মনির্ভরতার ধারণাকে জনমানসে পৌঁছে দেওয়া।" আগামী ৩১ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। এই সময়ের মধ্যে প্রতিটি সংসদীয় আসনে সর্দার প্যাটেলের আদর্শকে কেন্দ্র করে তিনটি পদযাত্রা অনুষ্ঠিত হবে।

narendra modi

মন্ত্রী সুরজ জোর দিয়ে বলেন, সর্দার প্যাটেলের চিন্তা-চেতনাকে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং দেশকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়াই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য।