Breaking: ১২ ঘণ্টা পার, বহুতল ভেঙে পড়ায় চলছে উদ্ধারকাজ! মৃত ৭

গুজরাটের সুরাটের শচীন এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়ায় উদ্ধারকাজ চলছে। এখনও পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। অনেকেই আটকে রয়েছেন, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

author-image
Probha Rani Das
New Update
vbnvbbn24.jpg

নিজস্ব সংবাদদাতাঃগতকাল গুজরাটের সুরাটের শচীন এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়ায় উদ্ধারকাজ চলছে।

vbnvbbn23.jpg

সুরাটের ডিসিপি রাজেশ পারমার বলেন, “১২ ঘণ্টা ধরে উদ্ধারকাজ চলছে। এক মহিলাকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও সাতজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা ধ্বংসস্তূপ পরিষ্কার করার যথাযথ চেষ্টা করছি।”  

Adddd