‘কঙ্গনার কাছে ক্ষমা চান’, নইলেই কড়া ব্যবস্থা!

'কঙ্গনা রানাওয়াতের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। এটা তার দায়িত্ব'।

New Update
kangana vs supriya.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সুপ্রিয়া শ্রীনাতের মন্তব্যের বিষয়ে, কেন্দ্রীয় মন্ত্রী এবং আরপিআই (এ) প্রধান ডাঃ রামদাস আঠাওয়ালে এদিন বলেন, “সুপ্রিয়া শ্রীনাতে কংগ্রেসের মহিলা মুখপাত্র। তাঁর এই ধরনের টুইট সঠিক নয়। কংগ্রেসের উচিত তাঁকে তাঁর পদ থেকে এই মুহুর্তে সরিয়ে দেওয়া। তাদের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কঙ্গনা রানাওয়াতের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। এটা তার দায়িত্ব”।

union minister ramdas.jpg

kanganabjp

Add 1