ভারতের ওপর আঘাত করছে আমেরিকা ! কোন প্রসঙ্গে এই মন্তব্য করলেন সুপ্রিয়া শ্রীনাতে ?

কি বললেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে ?

author-image
Debjit Biswas
New Update
Supriya Shrinate

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এইচ-১বি ভিসা আবেদনকারীদের জন্য বরাদ্দ ফি ১ লক্ষ ডলারে উন্নীত করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে। তিনি বলেন,''এটি ভারতের ওপর আমেরিকার একটি বিরাট আঘাত। এটি আমাদের তরুণদের, বিশেষ করে সদ্য স্নাতক হওয়া ছাত্রছাত্রীদের জন্য একটি বড় আঘাত।''

supriya srinate

এরপর তিনি বলেন,''এই সিদ্ধান্তের ফলে ভারত মার্কিন উদ্ভাবন এবং উৎপাদন থেকে বঞ্চিত হবে এবং বিদেশে ভারতীয়দের পাঠানো রেমিট্যান্সও কমে যাবে।''