New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টে কামদুনি মামলার শুনানি স্থগিত। মামলার সঙ্গে জড়িত সবাইকে নোটিশ দিয়ে জবাব চাইল সর্বোচ্চ আদালত। আজ শুনানি বেশি দূর এগোয়নি। কারণ আদালত আজ মামলার সঙ্গে জড়িত সকলের উদ্দেশ্যে নোটিশ জারি করা হয়। অভিযুক্ত আট জনের পাশাপাশি, রাজ্য সরকারকেও নোটিশ দিয়েছে শীর্ষ আদালত।
কামদুনিতে মৃতার পরিবারের পক্ষ থেকে রাজ্য এবং আট অভিযুক্তর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। কামদুনি মামলায় সুবিচার চেয়ে দিল্লি গিয়েছিলেন মৃতার পরিবার এবং প্রতিবাদীরা। আজ সেই মামলারই শুনানি ছিল। রাআজ্য সরকার সহ ৯ জনের কাছ থেকে নোটিশের জবাব পেলেই পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us