New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: চাকরি বাতিলের মামলায় ফের শুরু অপেক্ষা। কেননা আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি থাকলেও, তা পিছিয়ে গেল এদিন। আগামী ৩ সপ্তাহের জন্যে পিছিয়ে গেল চাকরি বাতিল মামলার শুনানি। হাইকোর্টে যে ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল, তা সুপ্রিম কোর্ট বহাল রাখে। আজ ছিল সেই মামলারই শুনানি। কিন্তু এদিনও যে ঘরে মামলা হওয়ার কথা ছিল, সেই ঘরে বিচারপতি না থাকায়, মামলা যায় অন্য ঘরে। আর সেখান থেকেই বিচারপতি আরও ৩ সপ্তাহের জন্যে এই মামলা পিছিয়ে দিল।
/anm-bengali/media/media_files/ZfH7yEJTg9Z2d6GIblCt.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us