BREAKING: "জঙ্গিদের বোন'! কর্নেল সোফিয়া কুরেশিকে আক্রমণে মন্ত্রীকে ধমক দিল সুপ্রিম কোর্ট

ক্ষুব্ধ বিচারপতি নিজেও।

author-image
Anusmita Bhattacharya
New Update
sofiya

নিজস্ব সংবাদদাতা: কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার জন্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে বৃহস্পতিবার ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত বলেছে যে একজন মন্ত্রীর কাছ থেকে "দায়িত্ববান বক্তব্য" আশা করা হয়।

"এই ধরনের পদে অধিষ্ঠিত ব্যক্তির কাছ থেকে এই ধরনের ডিক্রি বজায় রাখার আশা করা হয়...মন্ত্রীর উচ্চারিত প্রতিটি বাক্য দায়িত্বশীল হতে হবে', মধ্যপ্রদেশ হাইকোর্টের স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর নথিভুক্ত করার নির্দেশের বিরুদ্ধে মন্ত্রীর আবেদনের জরুরি উল্লেখের শুনানিকালে ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই এমনটা বলেন।

1573657162supreme-court-of-india
ফাইল চিত্র