বিলকিস বানো মামলা: বড় রায় সুপ্রিম কোর্টের, ১১ জনকে ফিরতে হবে জেলে

বড় ধাক্কা খেল গুজরাট আদালত।

author-image
SWETA MITRA
New Update
bilkis bano .jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিলকিস বানো (Bilkis Bano) মামলায় বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট। ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানোর ধর্ষণ তার পরিবারকে হত্যাকারী ১১ জন দোষীকে দ্রুত মুক্তি দেওয়ার বিরুদ্ধে করা পিটিশনটি বৈধ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ১১ জন দোষী সাব্যস্তের মুক্তির সিদ্ধান্ত রদ করল দেশের শীর্ষ আদালত।  ১১ জনকে ফিরতে হবে জেলে।  শীর্ষ আদালত জানিয়েছে যে গুজরাট রাজ্য এই মামলায় ক্ষমার আদেশ পাস করতে সক্ষম নয়। ২০২৩ সালের ১২ অক্টোবর বিচারপতি বি ভি নাগরত্না ও উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ বিলকিস বানো এবং অন্যদের দায়ের করা পিটিশনের ওপর রায় সংরক্ষিত রেখেছিল। ২০২২ সালের নভেম্বরে, ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় গণধর্ষণের শিকার বিলকিস বানো নিজেই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ জনকে অকাল মুক্তি দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন।