নিয়োগ মামলায় বারবার মামলা নিয়ে বিরক্তি, সুপ্রিম কোর্টের তিরস্কার

মামলা দায়ের হওয়ায় এবার বিরক্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Supreme court

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিল হয়েছে মোট ২৫,৭৫২ জনের। এর মধ্যে ১,৮০৬ জনকে ‘দাগি অযোগ্য’ তালিকায় রেখেছে এসএসসি। বাকিদের নতুন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর প্রথম ধাপের পরীক্ষা হওয়ার কথা।

কিন্তু পরীক্ষার আগে একের পর এক মামলা দায়ের হওয়ায় এবার বিরক্তি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে এসএসসি-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দাখিল হওয়া একটি মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালত জানায়, "একই বিষয়ে প্রতিদিন এত মামলা কেন আসছে? আমরা তো সব বিষয়ই বিবেচনা করেছি"।

Ssc

আদালত জানতে চায়, ‘দাগি অযোগ্যদের’ তালিকা প্রকাশ হয়েছে কি না। এসএসসি জানায়, তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং ওই প্রার্থীদের অ্যাডমিট কার্ডও বাতিল করা হয়েছে।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ— নিয়োগ প্রক্রিয়ায় এসএসসি-র নীতিগত সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করবে না। সব দিক খতিয়ে দেখা হয়েছে এবং অযোগ্যদের ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। তাই পরীক্ষার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হয়।