Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/GYnLILims6hYtitzTbHE.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ ২০০২ সালের গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ষড়যন্ত্র মামলায় সমাজকর্মী তিস্তা সেতলবাদকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। গুজরাট হাইকোর্টের নির্দেশকে খারিজ করে সুপ্রিম কোর্ট তিস্তাকে অন্তবর্তীকালীন রক্ষাকবচ দিল। এদিন সকালে গুজরাট হাইকোর্ট তিস্তা সেতলবাদের জামিনের আবেদন খারিজ করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিস্তা।
দেশের শীর্ষ আদালতে সন্ধ্যায় বিশেষ শুনানি বসে। দুই সদস্যের ডিভিশন বেঞ্চে ফয়সালা না হওয়ায় মমলা গড়ায় উচ্চতর বেঞ্চে। শেষ অবধি তিস্তা স্বস্তি পেলেন। তিস্তাকে গ্রেফতারি করার এত তাড়া কিসের এমন প্রশ্ন তোলে সুপ্রিম কোর্টের উচ্চতর বেঞ্চ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us