নিজস্ব সংবাদদাতা: এরাজ্যে সরকারের বিরুদ্ধে যে মামলা গুলির তদন্ত ভার রয়েছে সিবিআই-এর কাঁধে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি রয়েছে রাজ্যের। সেই আপত্তি জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এবার এই মামলায় পশ্চিমবঙ্গ সরকারের মামলাটি আদালতে বহাল রাখল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে, পশ্চিমবঙ্গের মামলাটি আইন অনুযায়ী সুপ্রিম কোর্টে চলবে। সুপ্রিম কোর্ট মামলার রক্ষণাবেক্ষণের বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রাথমিক আপত্তিও এদিন প্রত্যাখ্যান করেছে।
/anm-bengali/media/media_files/hIcD5RAUXPNYxBfMJ8r0.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)