/anm-bengali/media/media_files/2025/02/14/ckEdQqjBcxemAQyuJaSD.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সহ-অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য ও শান্তিপ্রসাদ সিনহা। সোমবার বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি এন কে সিং-এর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।
ইডি মামলার মতোই সিবিআই মামলাতেও একই শর্তে জামিন মিলেছে। তবে, এত সহজে মুক্ত বাতাসে ফিরছেন না পার্থ – কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা এখনও তাঁর বিরুদ্ধে চলছে।
সুপ্রিম কোর্টের এদিনের পর্যবেক্ষণ কী?
যা জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে, অথচ মামলার নিষ্পত্তির কোনও গতি নেই। রাজ্যের তরফে তদন্তে অনুমতি দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ। “একজনকে অনির্দিষ্টকাল জেলে রাখা যায় না”, এই যুক্তিতে এদিন জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/13/OlLSUaPX6qFIko5zWLPs.jpg)
তবে জামিনের রয়েছে একাধিক শর্ত। পাসপোর্ট জমা দিতে হবে, নিয়মিত হাজিরা দিতে হবে, আদালতের অনুমতি ছাড়া এলাকা ছাড়তে পারবেন না, তদন্তে সহযোগিতা করতে হবে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শুধু এই একটি নয়, প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা চলছে। সেগুলিতে আদালতের অনুমতি ছাড়া মুক্তি মিলবে না। অর্থাৎ, এই জামিনে শুধু সিবিআই-এর একটি মামলায় মুক্তি মিলল, বাকি মামলায় জামিন না পাওয়া পর্যন্ত জেলেই থাকতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us