/anm-bengali/media/media_files/2025/01/31/wNe7d9MckOzr0M2nneQa.jpeg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: শিক্ষামিত্রদের ভাতা বন্ধ ও আগাম অবসর দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের সিদ্ধান্তকে বাতিল করে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, রাজ্যের শিক্ষামিত্ররা ৬০ বছর পর্যন্ত চাকরি চালিয়ে যেতে পারবেন।
আদালতের পর্যবেক্ষণ, দেশে শিক্ষকদের যথাযথ সম্মান দেওয়া হয় না, বরং তাঁদের অবহেলার শিকার হতে হয়। প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট—“কেউ যদি টানা ২১ বছর কাজ করেন, তবে কেন তাঁকে স্থায়ী করা হবে না?”
প্রসঙ্গত, ২০০৪ সালে রাজ্যে শিক্ষামিত্র নিয়োগ হয়। তবে ২০১৩ সালে তাঁদের স্বেচ্ছাসেবক ঘোষণা করে সরকার। এরপর ২০১৪ সালে ভাতা বন্ধ করে আগেভাগে অবসরের সিদ্ধান্ত নেয় রাজ্য। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেন শিক্ষামিত্ররা। প্রথমে সিঙ্গল বেঞ্চ, পরে ডিভিশন বেঞ্চ রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে দেয়। অবশেষে সোমবার সুপ্রিম কোর্টও একই রায় বহাল রাখল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/ZfH7yEJTg9Z2d6GIblCt.jpg)
বর্তমানে রাজ্যে ৩,৩৩৭ জন শিক্ষাবন্ধু রয়েছেন। মাসিক ভাতা মাত্র ২,৪০০ টাকা। তাঁদের মূল দায়িত্ব হল পিছিয়ে পড়া ও স্কুলছুট পড়ুয়াদের আবার শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনা। এবার তাদের পাশেই দাঁড়ালো সুপ্রিম কোর্ট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us