চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের মামলা খারিজ করলো সুপ্রিম কোর্ট

আদালত পর্যবেক্ষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1573657162supreme-court-of-india

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টে জোর ধাক্কা। চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তাঁদের আবেদন আর রাখলো না দেশের শীর্ষ আদালত।

এদিন দেশের সর্বোচ্চ আদালত, স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে, চিহ্নিত অযোগ্য চাকরিহারারা আর পরীক্ষায় বসতে পারবেন না। এমনকি তারা এপ্রিলের বেতনের যে আবেদন জানিয়েছিলেন, সেই বেতনও তারা পাবেন না।

Supreme court
ফাইল চিত্র

এদিন আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, ‘যেদিন আদালত রায় দেয়, সেদিন আপনারা ছিলেন। সবটা শুনেছেন। তারপরও কিছু মানুষ মনে করেন নিজেকে সান্ত্বনা দেবেন, তা তারা দিতেই পারেন। কিন্তু তাতে আদালতের রায় বদলে যাবে না। আদালত পর্যবেক্ষণ করেই এই সিদ্ধান্তে পৌঁছেছে।