/anm-bengali/media/media_files/ZEQMUVk1OCKjBs4IH7Di.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার অস্বস্তিতে কংগ্রেস (Congress) দল। সুপ্রিম কোর্ট বড়সড় ধাক্কা দিল কংগ্রেস নেতা পবন খেরাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে টিপ্পনী করাই হয়েছে কাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর বাবাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে কংগ্রেস মুখপাত্র পবন খেরার (Pawan Khera) দায়ের করা পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর বাবাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে কংগ্রেস মুখপাত্র পবন খেরার বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজ করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর কংগ্রেস নেতা পবন খেরাকে এখন বিচারের মুখোমুখি হতে হবে।
এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন পবন খেরা। এলাহাবাদ হাইকোর্ট পবন খেরার বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিল করতে অস্বীকার করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পবন খেরার বিরুদ্ধে হজরতগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Supreme Court declines to quash FIR and criminal proceedings registered against Congress leader Pawan Khera for allegedly making objectionable remarks against PM Narendra Modi
— ANI (@ANI) January 4, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us