দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলা মানসিক যন্ত্রণার সমান ! এবার মামলার দীর্ঘসূত্রতা নিয়ে বড় মন্তব্য করলো সুপ্রিম কোর্ট

কি বললো সুপ্রিম কোর্ট ?

author-image
Debjit Biswas
New Update
Supreme court

নিজস্ব সংবাদদাতা : একটি ফৌজদারি মামলাকে অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত করা হলে তা এক ধরনের যন্ত্রণার সমান হয়ে যায়, যা অভিযুক্ত ব্যক্তির জন্য একটি মানসিক কারাবাসের সমান হয়,আজ এমনটাই দাবি করা হল দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে। আদালতের এই পর্যবেক্ষণটি বিচারপ্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

Supreme court
ফাইল চিত্র

সুপ্রিম কোর্ট বলেছে,''কোনও ফৌজদারি মামলার শুনানি যদি বিনা কারণে দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে অভিযুক্ত ব্যক্তি এক মানসিক যন্ত্রণায় ভুগতে শুরু করেন। এই বিষয়টি তাকে শারীরিক কারাবাসের মতোই কষ্ট দেয়। আদালত মনে করে, দ্রুত বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। মামলার দীর্ঘসূত্রতা সেই অধিকারের পরিপন্থী।''