BREAKING: সুপ্রিম কোর্টে যুক্ত হবেন নতুন তিনজন বিচারপতি ! দেখে নিন কারা

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Supreme court

নিজস্ব সংবাদদাতা : এবার সুপ্রিম কোর্ট কোলেজিয়াম, দেশের তিনটি হাই কোর্টের তিনজন প্রধান বিচারপতিকে দেশের সর্বোচ্চ আদালতে পদোন্নতির জন্য সুপারিশ করলো। গত ২৬ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তিনজন বিচারপতি হলেন :

supreme court

১.বিচারপতি এন ভি আনজারিয়া, কর্ণাটক হাই কোর্টের প্রধান বিচারপতি

২.বিচারপতি বিজয় বিশ্নোই, গৌহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি

৩.বিচারপতি এ এস চন্দুরকার, বোম্বে হাই কোর্টের বিচারপতি