Panchayat Breaking: রাজ্য কমিশনের আর্জি শুনল সুপ্রিম কোর্ট

সম্প্রতি কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খায় রাজ্য নির্বাচন কমিশন। শুধু স্পর্শকাতর এলাকা নয়, গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

author-image
SWETA MITRA
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) দামামা বেজে গিয়েছে পশ্চিমবঙ্গে। চড়ছে রাজনৈতিক পারদ। আগামী ৮ জুলাই হবে পঞ্চায়েত ভোট, কিন্তু তার আগেই সুপ্রিম কোর্টের (Supreme Court) দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামীকাল সুপ্রিম কোর্টে হবে পঞ্চায়েত মামলার শুনানি। জানা গিয়েছে, মামলা শোনার আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে রাজ্যে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্য নির্বাচন কমিশন।