/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) দামামা বেজে গিয়েছে পশ্চিমবঙ্গে। চড়ছে রাজনৈতিক পারদ। আগামী ৮ জুলাই হবে পঞ্চায়েত ভোট, কিন্তু তার আগেই সুপ্রিম কোর্টের (Supreme Court) দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামীকাল সুপ্রিম কোর্টে হবে পঞ্চায়েত মামলার শুনানি। জানা গিয়েছে, মামলা শোনার আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে রাজ্যে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্য নির্বাচন কমিশন।
Supreme Court agrees to list tomorrow, 20th June a plea challenging the Calcutta High Court's order regarding the deployment of central forces in the panchayat election in West Bengal. pic.twitter.com/tAePjicVKw
— ANI (@ANI) June 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us