'মহা নাটক' অব্যাহত, উপ-মুখ্যমন্ত্রীর বাড়িতে উপচে পড়ল ভিড়

এনসিপি নেতা অজিত পাওয়ারের রাজনৈতিক বিদ্রোহের পরে, উভয় দলই বুধবার তাদের নিজ নিজ গোষ্ঠীর নেতাদের একটি বৈঠক ডেকেছে। এবার দলের নেতা, বিধায়করা কার ডাকে সাড়া দেবেন সেই নিয়ে উঠছে প্রশ্ন।

author-image
SWETA MITRA
New Update
nco.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বুধবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar) সমর্থকরা মুম্বাইয়ের দেবগিরি বাংলোতে তাঁর সাথে দেখা করলেন। এদিকে আজই এনসিপির নেতা, বিধায়ক, সাংসদদের নিয়ে একটি বৈঠকে বসার কথা রয়েছে অজিত পাওয়ারের। 

২০২৪ সালের লোকসভা ভোটের প্রাক্কালে ‘মহা নাটক’ শুরু হয়েছে মহারাষ্ট্রে (Maharashtra)। এনসিপি (NCP)ছেড়ে মহারাষ্ট্রের এনডিএ জোটে যোগ দিয়েছেন অজিত পাওয়ার (Ajit Pawar)। এদিকে মহারাষ্ট্রে এনসিপি সংকটের মধ্যে নবনিযুক্ত উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এনসিপির সমস্ত সাংসদ, বিধায়ক, এমএলসি, জেলা প্রধান এবং রাজ্য প্রতিনিধিদের ডেকে আজ ৫ জুলাই এমইটি বান্দ্রায় একটি বৈঠকে উপস্থিত থাকতে বলেছেন। একই সঙ্গে একই দিনে অর্থাৎ ৫ জুলাই ওয়াইবি চৌহান অডিটোরিয়ামে দলের সব সদস্যকে ডেকে পাঠিয়েছেন শরদ পাওয়ার।



এনসিপি প্রধান ও কাকা শরদ পাওয়ারের সঙ্গে অজিত পাওয়ারের রাজনৈতিক বিদ্রোহের পর গত দু'দিন ধরে মহারাষ্ট্রের রাজনীতিতে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। রবিবার ২ জুলাই বিজেপি-শিবসেনা একনাথ শিন্ডে সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন অজিত পাওয়ার। রবিবার অজিত পাওয়ার মোট ৯ জন বিধায়ককে নিয়ে রাজভবনে গিয়ে হঠাতই হাজির হন। এরপরেই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অজিত পাওয়ার। এদিকে এই ঘটনার পরেই দেশের রাজধানী দিল্লি সহ গোটা মহারাষ্ট্রে তোলপাড় শুরু হয়।