নেতাহীন হয়ে পড়েছে সিপিএম (মাওবাদী) সংগঠন ! আত্মসমর্পণ না করলে কঠোর পরিণতির হুমকি দিলেন সুন্দররাজ

কি বললেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পি সুন্দররাজ ?

author-image
Debjit Biswas
New Update
Maoist fdf

নিজস্ব সংবাদদাতা : ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে মাওবাদীদের বিরুদ্ধে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান এখনও অব্যাহত রয়েছে। আজ এই বিষয়ে বস্তারের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ পি সুন্দররাজ জানিয়েছেন,''এই অভিযানের ফলে নিষিদ্ধ সিপিএম (মাওবাদী) সংগঠনটি এখন নেতাহীন এবং দিশাহীন হয়ে পড়েছে।''

crpf parade

এছাড়াও তিনি বলেন,''বস্তার এলাকার পুলিশ এবং নিরাপত্তা বাহিনী নিষিদ্ধ সিপিএম (মাওবাদী) সংগঠনের বিরুদ্ধে একটি কার্যকর অভিযান চালিয়েছে এবং এই অভিযান এখনও অব্যাহত রয়েছে। মাওবাদী ক্যাডারদের কাছে সমাজের মূলস্রোতে ফিরে আসার জন্য আত্মসমর্পণের একমাত্র পথ এখনও পর্যন্ত খোলা রয়েছে। আত্মসমর্পণ না করলে আরও কঠোর পরিণতির শিকার হতে হবে ওদেরকে।''