New Update
/anm-bengali/media/media_files/CUhJShPc7XXQdxrGo0op.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : অপেক্ষার কিছুক্ষণ। তার পরেই জানা যাবে কী রয়েছে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের ভাগ্যে। আজই হতে চলেছে তার ভাগ্য নির্ধারণ। এমনটাই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গরু পাচার মামলায় তিহারই এখন ঠিকানা বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল তা তার কন্যা সুকন্যা মণ্ডলের। একাধিক বার জামিনের আবেদন জানিয়েছেন সুকন্যা। ইতিমধ্যেই দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে শুনানি হয়েছে সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের। সেই মামলারই রায়দানের সম্ভাবনা দুপুর ২টোয়। রায় জানাবেন বিচারক রঘুবীর সিং। জামিন মেলে কিনা সেটাই এখন দেখার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us