/anm-bengali/media/media_files/2024/12/22/gDTfaQnLAT5PFiH7ElGB.webp)
নিজস্ব সংবাদদাতা : এবার "ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫" সম্পর্কে কথা বলতে গিয়ে বড় তথ্য ফাঁস করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৫০০ কিলোমিটারেরও বেশি খোলা সীমান্ত রয়েছে, যার মধ্যে প্রায় ১০০ কিলোমিটার খোলা সীমান্তে প্রাকৃতিক কারণে কাঁটাতার দিয়ে ঘেরা সম্ভব নয়। এছাড়াও ৪০০ কিলোমিটারেরও বেশি সমতল সীমান্ত রয়েছে, যেখানে রাজ্য সরকার কাঁটাতার বসাতে দিচ্ছে না। এই পথ দিয়েই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আসে।"
তিনি আরও বলেন, "তৃণমূল কংগ্রেস এই অনুপ্রবেশকারীদের ভুয়ো আধার কার্ড তৈরি করে দেয়। ওই দলের নেতারা পর্যন্ত ক্যামেরার সামনে এই বিষয় নিয়ে কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটারদের সাহায্য নিয়েই এই রাজ্যে ক্ষমতায় আছেন। যতদিন তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন রাজ্যের উন্নয়ন সম্ভব নয়।"
#WATCH | Bhubaneswar | On Union Home Minister Amit Shah's statement on the Immigration and Foreigners Bill, 2025, Union Minister Sukanta Majumdar says, "India shares more than 500 km of open border with Bangladesh, out of which about 100 km of border cannot be fenced due to… pic.twitter.com/CDmv4O2zSF
— ANI (@ANI) March 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us