New Update
/anm-bengali/media/media_files/d92U7rWzKiuiDomEmxxd.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বালাসোরের রেল দুর্ঘটনা প্রসঙ্গে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ রবিবার তিনি অন্তর্ঘাতের ইঙ্গিত দিয়েছেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ‘এমনি এমনি এত বড় দুর্ঘটনা ঘটেনি। সব তথ্য সামনে আসবে।‘
শুক্রবারসন্ধ্যায়ওড়িশারবালাসোরেতিনটিট্রেনেরমুখোমুখিসংঘর্ষহয়।ঘটনাটিঘটেছেবাহানাগা বাজাররেলস্টেশনেরকাছে।স্টেশনথেকেকিছুদূরত্বঅতিক্রমকরারপরে, একটিট্রেনমূললাইনছেড়েলুপলাইনেচলেযায়এবংদুর্ঘটনাটিঘটে।এই দুর্ঘটনায় এখনও অবধি ২৯৫ জনের মৃত্যু ঘটেছে। এছাড়া আহত হয়েছেন ১০০০-রও বেশি মানুষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us