নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি এনসিইআরটি (NCERT)-র পাঠ্যবইতে মোঘল সম্রাটদের প্রসঙ্গে ব্যবহৃত কিছু শব্দকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আর এবার এই বিষয়েই বাস্তব তথ্য তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন,''এই বিষয়গুলি ইতিহাসের বাস্তব তথ্য,এগুলি কেউই অস্বীকার করতে পারে না। হেমুর মৃত্যুর সময় আকবর শিশু ছিল ঠিকই, কিন্তু পরে সে হিংশ্র হয়ে ওঠে। আকবরের হারেমে বহু রানি ছিল,তাদের মধ্যে কতজন হিন্দু ছিলেন ? এদের মধ্যে অনেকেই অপহৃত হয়েছিলেন।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/xx8WYZn3mb8L286F0Xyq.JPG)
এরপর তিনি বলেন,''ঔরঙ্গজেব একজন মন্দির ধ্বংসকারী ছিলেন। কাশী বিশ্বনাথ মন্দির কে ধ্বংস করেছিল ? ঔরঙ্গজেবের নিজের জীবনীতে বলা আছে যে তিনি কতগুলি মন্দির ধ্বংস করেছেন। ইতিহাস বিজ্ঞানের মতোই না কিছু বেশি, না কিছু কম। সত্য সকলেরই সামনে আসা উচিত।''
BREAKING: আকবরের হারেমে অনেক হিন্দু রানী ছিল ! এনসিইআরটি (NCERT) বিতর্কে বাস্তব তথ্য তুলে ধরলেন সুকান্ত মজুমদার
কি বললেন সুকান্ত মজুমদার ?
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি এনসিইআরটি (NCERT)-র পাঠ্যবইতে মোঘল সম্রাটদের প্রসঙ্গে ব্যবহৃত কিছু শব্দকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আর এবার এই বিষয়েই বাস্তব তথ্য তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন,''এই বিষয়গুলি ইতিহাসের বাস্তব তথ্য,এগুলি কেউই অস্বীকার করতে পারে না। হেমুর মৃত্যুর সময় আকবর শিশু ছিল ঠিকই, কিন্তু পরে সে হিংশ্র হয়ে ওঠে। আকবরের হারেমে বহু রানি ছিল,তাদের মধ্যে কতজন হিন্দু ছিলেন ? এদের মধ্যে অনেকেই অপহৃত হয়েছিলেন।''
এরপর তিনি বলেন,''ঔরঙ্গজেব একজন মন্দির ধ্বংসকারী ছিলেন। কাশী বিশ্বনাথ মন্দির কে ধ্বংস করেছিল ? ঔরঙ্গজেবের নিজের জীবনীতে বলা আছে যে তিনি কতগুলি মন্দির ধ্বংস করেছেন। ইতিহাস বিজ্ঞানের মতোই না কিছু বেশি, না কিছু কম। সত্য সকলেরই সামনে আসা উচিত।''