/anm-bengali/media/media_files/8aqcskIb1pOCdYyLZznx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার বালাসোরের রেল দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এরই মাঝে ফের একবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় সুকান্ত মজুমদার লেখেন, ‘নিজেররাজ্যেরহিন্দিভাষীজনতাকে 'বহিরাগত' তকমাদেওয়াব্যর্থমুখ্যমন্ত্রীরকিজ্ঞানচক্ষুউন্মীলিতহলো? নাকিরেলদুর্ঘটনারমৃত্যুমিছিলেরমধ্যেকুৎসিতরাজনীতিকরতেগিয়েঅবশেষেসাধারণখেটেখাওয়ামানুষেরমনেরক্ষোভবুঝতেপারলেন ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়?‘
নিজের রাজ্যের হিন্দিভাষী জনতাকে 'বহিরাগত' তকমা দেওয়া ব্যর্থ মুখ্যমন্ত্রীর কি জ্ঞানচক্ষু উন্মীলিত হলো? নাকি রেল দুর্ঘটনার মৃত্যুমিছিলের মধ্যে কুৎসিত রাজনীতি করতে গিয়ে অবশেষে সাধারণ খেটে খাওয়া মানুষে মনের ক্ষোভ বুঝতে পারলেন failure @MamataOfficial? pic.twitter.com/xExR9cFbNf
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) June 6, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us