বজবজে হামলার শিকার হয়েছিলেন সুকান্ত, এবার সেই রিপোর্ট চাইলেন লোকসভার স্পিকার

তথ্যসহ রিপোর্ট ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
om birlaa.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নিল লোকসভার সচিবালয়। পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়ে তা ১৫ দিনের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনায় ১৯ জুন দক্ষিণ ২৪ পরগনার বজবজ এলাকায় আক্রান্ত হন সুকান্ত। তিনি সেদিন বিজেপি কর্মীদের ওপর রাজনৈতিক হিংসার অভিযোগে হাসপাতালে দেখতে যান। কিন্তু সেখানে তাঁর কনভয়ের উপর পাথর, চপ্পল ছোড়ার অভিযোগ তোলেন তিনি। অভিযোগ, কনভয় ঘিরে ধরে গালিগালাজ ও গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা।

d

ঘটনার পরের দিনই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে স্বাধিকার ভঙ্গ ও সংসদীয় মর্যাদার লঙ্ঘনের অভিযোগ জানান তিনি। চিঠিতে তিনি স্পষ্ট বলেন, “পশ্চিমবঙ্গ পুলিশ আমাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, তবু কোনও কার্যকর পদক্ষেপ নেননি"।

সুকান্তের এই অভিযোগের ভিত্তিতেই লোকসভার সচিবালয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে। স্পষ্ট বলা হয়েছে, সমস্ত তথ্যসহ এই রিপোর্ট ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে।