তৃণমূল–কংগ্রেসকে আক্রমণ সুধাংশু ত্রিবেদীর

“বাবরি মসজিদ মন্তব্যে INDI জোট নীরব; মমতার অবস্থান আজ সম্পূর্ণ উল্টো”— বিজেপি সাংসদ।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। তিনি অভিযোগ করেন, রাজ্যে অবস্থা অত্যন্ত উদ্বেগজনক, বিশেষ করে মুর্শিদাবাদে তৃণমূল নেতা হুমায়ুন কবিরের “বাবরি মসজিদ পুনর্নির্মাণ” মন্তব্য নিয়ে INDI জোটের নেতারা নীরব রয়েছেন।

সাংবাদিকদের সামনে ত্রিবেদী বলেন, “INDI জোটের নেতারা কেউ মুখ খুলছেন না, কেউ আবার পরোক্ষভাবে সমর্থন করছেন। নির্বাচনের সময়ে তৃণমূল ও কংগ্রেস ঠিক কেমন পরিবেশ তৈরি করতে চাইছে?” তিনি ২০০৫ সালের একটি ঘটনার উল্লেখ করে আরও বলেন, “বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গে আলোচনা করার অনুমতি না পেয়ে মমতা ব্যানার্জি স্পিকারের দিকে ফাইল ছুড়ে মেরেছিলেন। তখন কি উনি ঠিক ছিলেন, নাকি এখন ঠিক? কীভাবে এই পরিবর্তন? একসময় সংসদের বিধিকে লঙ্ঘন করেছিলেন, আর আজ সেই একই ইস্যুতে উল্টো অবস্থান নিচ্ছেন। এতে শুধু সংবিধান রচয়িতাদের নয়, নিজেকেও প্রশ্নবিদ্ধ করছেন।”