রাহুল গান্ধী ভারতের একমাত্র রাজনীতিবিদ যিনি সুপ্রিম কোর্ট থেকে মিথ্যাবাদী সার্টিফিকেট পেয়েছেন ! ইন্ডি জোটকে ফের একহাত নিলেন সুধাংশু ত্রিবেদী

কি বললেন সুধাংশু ত্রিবেদী ?

author-image
Debjit Biswas
New Update
sudhangshu trivedii.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'ঝুঠোঁ কে সর্দার' (মিথ্যুকদের সর্দার) বলায়, তার মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। তিনি ইন্ডি জোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন যে বিরোধীরাই আসলে মিথ্যা বলার ওস্তাদ। তিনি বলেন,''মাত্র দেড় বছর আগে এই ইন্ডি জোটের শরিকরা বলেছিল যে ইভিএম (EVM) হ্যাক করা হয়েছে। এখন আবার তারাই বলছে যে ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে। তাহলে এরমধ্যে কোন বক্তব্যটি মিথ্যা ? আসলে দুটোই মিথ্যা। কারণ এই জোটের লোকেরা হলো প্রত্যয়িত মিথ্যাবাদী (certified liars)।''

t

এরপর তিনি বলেন,''রাহুল গান্ধী ভারতের একমাত্র রাজনীতিবিদ যিনি সুপ্রিম কোর্ট থেকে মিথ্যাবাদী সার্টিফিকেট পেয়েছেন। এছাড়াও ২০১৯ সালে তাঁর 'চৌকিদার চোর হ্যায়' মন্তব্যের জন্য তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছিলেন।"