ছট পুজোকে নাটক বলার অভিযোগ রাহুল গান্ধীর বিরুদ্ধে ! কড়া আক্রমণ করলেন সুধাংশু ত্রিবেদী

কি বললেন সুধাংশু ত্রিবেদী ?

author-image
Debjit Biswas
New Update
Rahul Gandhi sad kl.jpg

নিজস্ব সংবাদদাতা : বিহার ও পূর্বাঞ্চলের অন্যতম প্রধান উৎসব ছট পুজোকে কেন্দ্র করে করা মন্তব্যের জেরে এবার তীব্র সমালোচনার মুখে পড়লেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আজ এই বিষয়কে কেন্দ্র করে রাহুল গান্ধীকে কড়া আক্রমণ করেন বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী। তিনি বলেন,''রাহুল গান্ধী বিদেশ সফরে গিয়েও ভারতের বিষয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে দেন এবং এবার তিনি দেশের সবচেয়ে বড় উৎসবগুলির মধ্যে অন্যতম ছট পূজাকে আক্রমণ করতে 'নোংরা জল' (Ganda Pani) এবং 'নাটক' (Drama)-এর মতো অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন।''

sudhangshu trivedii.jpg

তিনি আরও বলেন,''এর আগেও রাহুল গান্ধী প্রয়াগ মহাকুম্ভকে 'নোংরা জল' (Ganda Pani) বলে উল্লেখ করেছিলেন। তিনি শ্রী রাম জন্মভূমি উদ্বোধনী অনুষ্ঠানকে 'নাচ গান' (Naach Gana) বলে অভিহিত করেছিলেন। আর এখন তিনি ছট মহাপর্বকে 'নাটক' বলছেন। এটিই প্রমাণ করে যে ভারতীয় এবং বিশেষ করে বিহারের সংস্কৃতির প্রতি তাঁর কতটা অসম্মান রয়েছে।"