/anm-bengali/media/media_files/CzyHOBNPtAvJj0j8FCpm.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ ভোরে দিল্লিতে আচমকাই আবহাওয়ার পরিবর্তন হয়েছে। যার জেরে শুরু হয়েছে ঝড় ও বৃষ্টি। ঘন্টায় ৪০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ সমগ্র দিল্লিতে বৃষ্টি হচ্ছে বলে জানা যাচ্ছে। বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ প্রবাহও লক্ষ্য করা গিয়েছে। বৃষ্টির জেরে দিল্লিতে গরমের প্রভাব কমেছে। আজ দিল্লিতে সকালের দিকে ভালো ঠাণ্ডা পড়েছে। দিল্লির তাপমাত্রা ২২ সেলসিয়াসের আশেপাশে রয়েছে। আজ দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ সেলসিয়াস। দিল্লির আবহাওয়ার লাইভ আপডেট পেতে ক্লিক করুন। ইতিমধ্যেই বৃষ্টি ভেজা দিল্লির ভিডিও সামনে এসেছে। দেখুন ভিডিও-
#WATCH | Weather change in Delhi; Rain lashes parts of the national capital. Visuals from Shanti Path. pic.twitter.com/LtaL3x3gLT
— ANI (@ANI) May 27, 2023