অপারেশন সিঁদুরে ব্যবহৃত হয়েছে ‘সুর্দশন চক্র’, ব্যাখ্যা দিলেন রাজনাথ সিং

শেষ পর্যন্ত 'ধর্ম' রক্ষা করার জন্য সুদর্শন চক্র বেছে নিতে হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
oparetion sindoor

File Picture

নিজস্ব সংবাদদাতা: দেশ অনেক হামলা দেখেছে, তবে এবার সেই হামলার জবাব দিচ্ছে ভারত। এদিন কার্যত অপারেশন সিঁদুর নিয়ে এমনই ব্যাখ্যা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি বলেন, “शठे शाठ्यं समाचेत्’ (শাথে শাথ্যম সমাচারেৎ) অর্থাৎ নিজের মতো করে ছুরি দিয়ে আঘাত করা। আমরা ভগবান কৃষ্ণের কাছ থেকে শিখেছি যে, শেষ পর্যন্ত 'ধর্ম' রক্ষা করার জন্য সুদর্শন চক্র বেছে নিতে হয়। আমরা ২০০৬ সালের সংসদ হামলা, ২০০৮ সালের মুম্বাই হামলা দেখেছি। আর তা দেখে এখন আমরা বলেছি যে যথেষ্ট হয়েছে, এবং ‘সুদর্শন চক্র’ বেছে নিয়েছি”।

Screenshot 2025-07-28 2.41.20 PM