BREAKING: অল্পের জন্য হাতছাড়া হল জয় ! কি বললেন অধিনায়ক শুভমন গিল ?

কি বললেন অধিনায়ক শুভমন গিল ?

author-image
Debjit Biswas
New Update
subhman.jpg

নিজস্ব সংবাদদাতা: আজ ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ফের একবার অল্পের জন্য জয় হাতছাড়া হল ভারতের। আর এবার এই বিষয়ে মুখ খুললেন ভারতের অধিনায়ক শুভমন গিল। তিনি বলেন,''গতকাল শেষের এক ঘণ্টা এবং আজকের দিনে প্রথম এক ঘণ্টায় আমরা ভালো ব্যাট করতে পারিনি। টপ অর্ডার থেকে অন্তত এক-দুটি ৫০ রানের পার্টনারশিপ দরকার ছিল। দুর্ভাগ্যবশত, এই ম্যাচে আমাদের টপ অর্ডার ভালো খেলতে পারেনি। তবে যেভাবে জাদ্দু (রবীন্দ্র জাদেজা) এবং আমাদের লোয়ার অর্ডার ব্যাট করেছে, সেটা গোটা দলের পক্ষে অত্যন্ত গর্বের বিষয়।"

subhman.jpg