রেকর্ড সংখ্যক পড়ুয়া, যাবে মার্কিন মুলুকে

আশার কথা শোনালেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।

New Update
ezgif.com-webp-to-jpg (67).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের পড়াশোনার জন্যে চলুন মার্কিন মুলুকে। ভিসা সমস্যা এবার ঘুচল বলে। এমনটাই আশার কথা শোনালেন ভারতের মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।

এরিক জানিয়েছেন, “এই গ্রীষ্মে রেকর্ড সংখ্যক স্টুডেন্ট ভিসা প্রসেস করা হয়েছে। আমরা আশা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিদেশী ছাত্রদের ২৫ শতাংশ ভারত থেকে আসবে। আমরা ভারতে আমাদের এক মিলিয়ন ভিসার আবেদনের বিচারের খুব কাছাকাছি রয়েছি”। এরিকের এই কথাতেই স্বভাবতই বোঝা যাচ্ছে স্টুডেন্ট ভিসায় আর কোনও সমস্যা রইল না মার্কিন মুলুকে।