AI ব্যবহার করেই দেদার বানানো হত ছাত্রীদের অশ্লিল ছবি ! ছত্তিশগড়ে গ্রেপ্তার ২১ বছর বয়সী যুবক সায়েদ রহিম আদনান

কি ঘটলো ছত্তিশগড়ে ?

author-image
Debjit Biswas
New Update
sd

নিজস্ব সংবাদদাতা : কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সরঞ্জাম ব্যবহার করে নারী শিক্ষার্থীদের ভুয়ো ও আপত্তিকর ছবি তৈরির অভিযোগে এবার, ড. শ্যামা প্রসাদ মুখার্জি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (IIIT Naya Raipur)-এর এক ছাত্রকে গ্রেপ্তার করলো রায়পুর পুলিশ।  ধৃত ছাত্রের নাম সায়েদ রহিম আদনান (২১)।

এই বিষয়ে রায়পুর পুলিশের দেওয়া বিবৃতি অনুসারে, ছত্তিশগড়ের বিলাসপুর জেলার বাসিন্দা ওই অভিযুক্ত ছাত্র সায়েদ রহিম আদনান, এআই (AI)-ভিত্তিক ছবি তৈরি এবং সম্পাদনার সরঞ্জাম ব্যবহার করে নারী শিক্ষার্থীদের অশ্লীল ও আপত্তিকর ছবি তৈরি করেছিল। এই বিষয়ে ইনস্টিটিউটের রেজিস্ট্রারের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তার করে।

hacking

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় রায়পুরের রাখী থানায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং তথ্য প্রযুক্তি আইন (IT Act)-এর প্রাসঙ্গিক ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। এই বিষয়ে আরও তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।