New Update
/anm-bengali/media/media_files/MVUUkuz1qxRaf45XIR4i.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : দিল্লির দূষণ নিয়ে আপ-বিজেপির আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই অব্যাহত। এবার অভিনব কায়দায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা অমিত মালব্য। প্রতিদিনই নানা পোস্টার-গ্রাফিক্স ব্যবহার করে চলছে আক্রমণ। এবারেও অমিত মালব্যের পোস্ট নজর কাড়লো। যেখানে দিল্লির দূষণে ছাত্র ছাত্রীরা মুখ ঢেকে স্কুলে যাচ্ছে, এমন ছবি ব্যবহার করা হয়েছে। আর তার মাথায় রয়েছেন কেজরি। ক্যাপশানে বিজেপি নেতা লিখেছেন, ''আমাদের শিশুদের শৈশব যদি দমবন্ধ হয়ে যায়, এই মানুষটি তার কারণ।''
If our children’s childhood is choking: this man is the reason. pic.twitter.com/e2CEpSHqY2
— Amit Malviya (@amitmalviya) November 7, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us