BREAKING: প্রলোভন দেখিয়ে যুবতীদের ধর্মান্তর ! এসটিএফ (STF)-এর হাতে গ্রেপ্তার চঙ্গুর বাবা

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : আজ উত্তর প্রদেশের বলরামপুর জেলার, উত্তরৌলা শহরে, একটি বিশাল ধর্মান্তরকরণ চক্রের সন্ধান পেয়েছে, উত্তর প্রদেশ এসটিএফ (STF)। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী,মূল অভিযুক্ত চঙ্গুর বাবা ওরফে জামালউদ্দিন বাবা নিজেকে হাজি পীর জালালউদ্দিন পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এই চক্র পরিচালনা করছিলেন। এই বিষয়ে উত্তর প্রদেশের এডিজিপি (ADGP) অমিতাভ যশ বলেন, “তদন্তে জানা গেছে, এই ব্যক্তি এজেন্টদের মাধ্যমে যুবতীদের নানা প্রলোভন দেখিয়ে ধর্মান্তর করতে বাধ্য করত। এই কাজের জন্য বিদেশ থেকে একশো কোটি টাকারও বেশি অর্থ এসেছে। সেই টাকায় উত্তরৌলা শহরে বহু সম্পত্তি কেনা হয়েছে।” পুলিশ সূত্রে খবর, চঙ্গুর বাবার বিভিন্ন ইসলামিক দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিনি প্রায় ৪০ থেকে ৫০ বার বিভিন্ন ইসলামিক দেশে সফর করেছেন। এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। 

muslim women