New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ইস্পাত টাইকুন লক্ষ্মী মিত্তলের ভারতে অবস্থিত জ্বালানি সংক্রান্ত যৌথ উদ্যোগ (joint venture) সাম্প্রতিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার (sanctions) কারণে রাশিয়া থেকে তেল কেনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি সংস্থাটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/06/6h3QbTqpifosoGHiafQ3.webp)
বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে এই যৌথ উদ্যোগটি এখন থেকে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ রাখছে। যদিও বিবৃতিতে নির্দিষ্টভাবে যৌথ উদ্যোগটির নাম উল্লেখ করা হয়নি, তবে এই পদক্ষেপ আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলি মেনে চলার প্রতি সংস্থার অঙ্গীকারকে তুলে ধরে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us