রাজ্যের জনগণ বিরোধী দলনেতাকে পাঠ শেখাবে: মুখ্যমন্ত্রীর কড়া হুঙ্কার

কর্ণাটকে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে শাসক দল বনাম বিরোধী দলের তরজা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এবার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার বক্তব্যের বিরোধিতা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই।

author-image
Aniket
New Update
BM

নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে শাসক দল বনাম বিরোধী দলের তরজা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এবার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার বক্তব্যের বিরোধিতা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই। তিনি বলেন, "একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য দেওয়া ঠিক নয়। তিনি বলেছেন যে সমগ্র লিঙ্গায়ত সম্প্রদায় দুর্নীতিগ্রস্ত, ব্রাহ্মণ সম্প্রদায়কে অতীতে উপহাস করা হয়েছিল। এর আগে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন লিঙ্গায়ত-বীরশৈব সম্প্রদায়কে ভাঙার চেষ্টা করেছিলেন। রাজ্যের জনগণ সিদ্দারামাইয়াকে একটি পাঠ শেখাবে"। উল্লেখ্য, ইতিপূর্বে সিদ্দারামাইয়া বাসভরাজ বোমাইকে নিশানা করে বলেন, "একজন লিঙ্গায়ত মুখ্যমন্ত্রী রাজ্যে দুর্নীতি করেছেন"।