/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ ছত্তিশগড়ে নকশাল বিরোধী অভিযানে এক বড় সাফল্য পেয়েছে যৌথ বাহিনী। আর এইবার এই বিষয়েই বেশকিছু নতুন তথ্য দিলেন বস্তার অঞ্চলের আইজি (IG) সুন্দররাজ পাট্টিলিঙ্গম। তিনি বলেন,''আজ ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার অবুঝমার এলাকায় বেশকিছু নিষিদ্ধ নকশাল সদস্যদের উপস্থিতির খবর পেয়ে নারায়ণপুর, কাঁকেড়-কোন্ডাগাঁও, বস্তার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG), বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) ও স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান চালায়। এই অভিযানে একাধিক স্থানে গুলি বিনিময় হয়।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/YA6OJysDl5G9smbbaPIT.jpg)
এরপর তিনি বলেন,''এই সংঘর্ষের পর চালানো তল্লাশিতে,প্রায় ৬ জন নকশালের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে চারজনই ছিলেন মহিলা। এছাড়াও এই অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে একে-৪৭, এসএলআর (SLR)-সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি।''
#WATCH | Narayanpur, Chhattisgarh | Bastar IG Sundarraj Pattilingam says, "... On receiving information of the presence of banned naxal cadres in Abujhmad of Narayanpur, a joint team of Narayanpur, Kanker-Kondagaon, Bastar DRG, BSF, and STF was dispatched. Several encounters took… https://t.co/0zu6rekIfdpic.twitter.com/RgNyM8BPU5
— ANI (@ANI) July 19, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us